মুইজিক্যাল চেয়ার খেলা – বাংলাদেশ ইমরান আহমেদ চৌধুরী

মুইজিক্যাল চেয়ার খেলা – বাংলাদেশ   ইমরান আহমেদ চৌধুরী

মুইজিক্যাল চেয়ার খেলা – বাংলাদেশ
(ইমরান আহমেদ চৌধুরী)

একাত্তরের বিজয়ে উঠল সূর্য লাল,
স্বাধীনতার স্বপ্নে জেগে উঠল বাংলার কাল।
কিন্তু সে সূর্য ঢেকে গেল ধোঁয়ায়,
চেয়ার বদলে বদলে খেলা চলে গো ছোঁয়ায়।

এক নেতা গেল, এলো আরেক জন,
কথার ফুলঝুরি, কাজের নেই মন।
শহীদদের রক্তে গড়া এই দেশ,
আজও ক্ষুধার্ত, আজও নির্বাক পরিবেশ।

মানুষ বলে — “কোথায় গেল আশা?”
লুটের মেলা, দুঃখের ভাষা।
কোটি কোটি ডলার উড়ে যায় দূরে,
গরিব থাকে ঘরে না, থাকে স্যাঁতসেঁতে মাটির ঘরে।

শিক্ষার আলো আজ নিভে আসে,
ভবিষ্যৎ অন্ধকার, শিশু হাসে না পাশে।
নেতা বদলায়, কিন্তু ভাগ্য নয়,
একই খেলা, নতুন কণ্ঠস্বর হয়।

টিভির পর্দায় বড় বড় বুলি,
বাস্তবে দেখি খালি ঝুলি।
কৃষকের ঘাম, শ্রমিকের কান্না,
ঢাকা শহরে গাড়ির ঝলকানায় হারায় সবার মানা।

গণতন্ত্র? সে তো এক হাসির ছল,
ভোটে ভোটে হারায় জনতার বল।
স্বাধীনতা আজও খোঁজে মুক্তি,
দুঃখে ঢাকা, তবু রঙে ভরা এই ভূখণ্ডের ভক্তি।

তাই প্রশ্ন আজ, পথ কোন দিকে যায়?
আমরা কি জাগব? নাকি ঘুমিয়ে থাকব তায়?

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply