
The East Pakistan Rifles (EPR), Bangladesh’s oldest paramilitary force, played a decisive role in the Liberation War of 1971. When the Pakistan Army launched “Operation Searchlight” on 25 March, it was the EPR who first resisted with arms in Dhaka, Peelkhana, and across border outposts. Despite being under-resourced and commanded essentially by West Pakistani officers, Bengali Subedars, Naib Subedars, and soldiers revolted, rejecting Pakistan’s authority and standing for the cause of Bangladesh. Nearly 12,000 EPR members took part in direct combat. They defended border outposts, trained freedom fighters, and provided the first organised military leadership to the Mukti Bahini. The EPR suffered enormous sacrifices—thousands were martyred or wounded—but their defiance inspired the entire nation. Their courage ensured that the Liberation War began with an armed response, not submission. The EPR’s legacy remains one of honour, sacrifice, and the first spark of organised resistance for Bangladesh’s independence.

🇧🇩 বাংলা ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর), বাংলাদেশের প্রাচীনতম সীমান্তরক্ষী বাহিনী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এক নির্ণায়ক ভূমিকা পালন করে। ২৫ মার্চ পাকিস্তান সেনারা “অপারেশন সার্চলাইট” চালালে ঢাকার পিলখানা থেকে শুরু করে সীমান্তের বিভিন্ন বিওপিতে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ইপিআর। পর্যাপ্ত অস্ত্র ও রসদ না থাকা সত্ত্বেও, বাঙালি সুবেদার, নায়েব সুবেদার ও সৈনিকরা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রত্যাখ্যান করে বাংলাদেশের পক্ষ নেন। প্রায় ১২ হাজার ইপিআর সদস্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। তারা সীমান্ত চৌকি রক্ষা, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং মুক্তিবাহিনীকে প্রথম সংগঠিত সামরিক নেতৃত্ব প্রদান করেন। ইপিআর অসংখ্য প্রাণহানি ও রক্তক্ষয় সহ্য করে—হাজারো সদস্য শহীদ বা আহত হন। তবুও তাদের বীরত্ব সারা জাতিকে অনুপ্রাণিত করে। ইপিআর প্রমাণ করে যে মুক্তিযুদ্ধ আত্মসমর্পণ দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছিল সশস্ত্র প্রতিরোধ দিয়ে। বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্ফুলিঙ্গ হিসেবে ইপিআরের এই অবদান চিরস্মরণীয়।
https://youtu.be/W0Aonxdt6m8?si=b43rqGkViw2Kk1vu
